❤️❤️❤️“মাতালহাওয়া” ❤️❤️❤️

📖📖📖হুমায়ূন আহমেদ📖📖📖

আমি এমন একজন মানুষ যাকে মাতাল করা এত সোজা নাহ। তবে বলতেই হয় “মাতাল হাওয়া” আমাকে মাতাল করেছে।এত সুন্দর করে যে উপন্যাস লিখা যায় আমার জানা ছিলনা “Lord of the Flies” এর জন্য যদি William Golding নোবেল পেতে পারে তাহলে মাতালহাওয়ার জন্য হুমায়ূন আহমেদ Nobel deserve করেন।
এই উপন্যাসের মূল চরিত্র হাবীব যিনি একজন criminal lawyer। হাবিব খুবই বিচক্ষণ একজন মানুষ তার প্রতিটা সিদ্ধান্ত হিসাব করা। মানুষের কাছে যে শুধু ক্ষমতা থাকলে হয় নাহ, সে ক্ষমতা কীভাবে ব্যাবহার করতে হয় তাও জানতে হয়। আর হাবীব তা খুব ভালো করেই যানে। ( এই হাবিব সাহেব কে দেখে আমার criminal lawyer হওয়ার স্বপ্ন পাখনা গজাচ্ছে, তবে criminal lawyer হতে পারব-নাকি জানি না তবে একজন ভালমানুষ হওয়ার চেষ্টা করবো।) নাদিয়া হাবিবের একমাত্র মেয়ে , পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে জাদেরকে প্রথম দেখাতেই ভাল লেগে যায়। যাদের গুন তাদের রূপকে overtake করে অনেক সামনে চলে আসে, নাদিয়া ,তেমনই একজন। একটা খুন হয়, খুনটা করে হাসন রাজা চৌধুরী। আর হাবিব হন হাসন রাজার উকিল। এইভাবে গল্প আগাতে থাকে। একসময় হাবিব নিজ ইচ্ছায় হাসন রাজার সাথে তার মেয়ে নাদিয়ার বিয়ে দিতে চায়। একজন বাবা কেন তার মেয়ের সাথে একজন খুনির বিয়ে দিবে?এই ভাবে অনেক ঘটনার মধ্যে দিয়ে আগাতে থাকে গল্প। উপন্যাসের প্রতিটা চরিত্র থেকে কিছু না কিছু শিখার আছে।
উপন্যাস হচ্ছে মিথ্যার বাসা, যে উপন্যাসে যত বেশি মিথ্যা সে উপন্যাস তো তো হিট। তবে মিথ্যার মধ্যে দিয়ে যে সুন্দর করে ইতিহাসের কথা বলা যায় তা আমার যানা ছিলনা। এই উপন্যাসে তিনি তিন টি জিনিস একসাথে করেছে, এক ঢিলে তিন পাখি, যাকে বলে। উনি ইতিহাস, নিজের ছাত্র-জীবনের সময়ের কথা, এবং একটি গল্প একি সাথে তুলে ধরেছে আর এত সুন্দর করে উপস্থাপনা করেছে যা সত্যি প্রেমে পরার মত। যদিও গল্পে তিনি চাইলে অনেক বেশি রহস্যময় করতে পারতেন। কি নেই এই উপন্যাসে মমতা,প্রেম-ভালোবাসা, শ্রদ্ধা-ভক্তি,ধর্ম, রাজনীতি সবই আছে এর সাথে তিনি ৬৯ এর দেশে অবস্থা আর তার ছাত্র থাকার অবস্থাতে তার জীবনের কিছু ছোঁয়া দিয়েছে। এই বইতে এই তিনি লিখেছে তার বিখ্যাত সব চরিত্রের নাম তিনি কোথা থেকে বের করেন তা লিখেছে। অনেক দিন থেকে আমার যানার খুব ইচ্ছা ছিল। লিখক আসলে তার আশেপাশে মানুষদের থেকেই চরিত্র গুলো নিয়ে আসে যেমন , তাঁর বিখ্যাত চরিত্র রুপা ছিল তাঁর বন্ধুর ভালোবাসার মানুষের নাম। যার জন্য হুমায়ূন আহমেদ বন্ধুর হয়ে প্রেম পত্র লিখতেন। ঠিক এমনই তার আশেপাশে মানুষ থেকেই তিনি চরিত্রের নাম লিখেছেন এবং তাদের কে স্মৃতির পাতায় ধরে রাখতে চেয়েছেন।
প্রতিটা ভালো মানুষেরই কিছু খারাপ দিক, আর প্রতিটা খারাপ মানুষেরই কিছু ভালো দিক থাকে। মানুষ এমনই হয়। উপন্যাসের মূল চরিত্র হাবীব কি ভালো মানুষ নাহ খারাপ তার উত্তর আমার কাছে নেই। কারো কাছে উত্তর থাকলে জানাবেন। এই পৃথিবীর সবচাইতে কঠিন কাজটা হল মানুষ কে চিনতে পারা।
কেও যদি উপন্যাসের মজা আর ইতিহাসের সাজা একসাথে চান তাহলে এই বইটা “one of the best so far, highly recommended”। এই বই কিনে ও পড়তে পারেন আবার অনলাইনে PDF আছে দেখে নিতে পারেন। আপনি যদি অনেক অলস প্রকৃতির প্রাণী হন তবে Audio Book শুনতে পারেন আমি comment এ Audio book এর YouTube link দিয়ে দিব।
Personal rating: 8.6/10
Highly recommended
#boi_review

#bookreview

Email: zunayed-islam@hotmail.com 

Comments

  1. Marvelous review.... in future wanna get more fantastic reviews from u brother

    ReplyDelete
  2. Casinos Near Casino William Hill and Laurel Lake - Mapyro
    Find Casinos Near Casinos in 평택 출장안마 William Hill, 나주 출장안마 LA 김제 출장샵 near Casino William Hill and Laurel Lake William Hill Casino, located in Laurel 부천 출장마사지 Lake and opened in June 1994, 여수 출장안마 is a

    ReplyDelete

Post a Comment